নিজস্ব সংবাদদাতা : কচুয়া উপজেলার হাশিমপুরে অবস্থিত কুমিল্লা বের্ডের সেরা প্রতিষ্ঠান ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের (৯বম ব্যাচের)২০১৮ -২০১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জুলাই )কলেজে পরিচালনা পর্ষদের আয়োজনে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার পর আনুষ্ঠানিক ভাবে শিক্ষা কার্যক্রম চালু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো:হুমায়ুন মিয়া। এ সময় তিনি বলেন সরকার মেয়েদের পড়ালেখার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। মেয়েরা গুনগত শিক্ষা অর্জন করে দেশ ও উন্নত জাতি গঠনে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমদের সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ তাপস কুমার দত্ত,প্রভাষক সুভ্রত সুত্রধর,শরীফুল ইসলাম,মো: ওয়াসিম,অভিভাবক মো:রেজাউল করিম,দাদ্বশ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার,একাদশশ্রেণির ছাত্রী ফারহানা আক্তার প্রমূখ।
Leave a Reply