নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির কড়ইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যকালে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ প্রান্তিক জনগণকে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে আমি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাজ করার আহবান জানাচ্ছি। এসময় তিনি আরো বলেন, সরকার কচুয়া উপজেলায় প্রতি মাসে বয়স্কভাতা, বিধবাভাতা ও পঙ্গুভাতা জন্য ৮৫ লক্ষ টাকা প্রদান করছে। এসব কার্ডদারীগণ সরকারের নিকট থেকে সুবিধা গ্রহন করে নিজেরা স্বাচ্ছন্দের জীবনযাপন করছে। তাছাড়াও অবকাঠামো খাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীন জনপদকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। সরকারের এসব কর্মকান্ডের কারনেই সাধারণ জনগন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত করবে।
কড়ইয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েলের সভাপ্রধানে সভায় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার, ইউপি সদস্য জহিরুল ইসলাম, ইউপি সচিব ফখরুল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন পাটওয়ারী, ছাত্র লীগের সভাপতি জসিমউদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া প্রমূখ।
ছবিঃ কড়ইয়া ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা চেয়রম্যান মোঃ শাহজাহান শিশির।
Leave a Reply