নিজস্ব সংবাদদাতা :
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে কচুয়ায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য শষ্য সহায়তা হিসাবে ৫২৮.৯৪০ মেট্রিক টন চাউল বিতরণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ৫২হাজার ৮ শত ৯৪ জন প্রান্তিক হত দরিদ্র পরিবার রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিনামূল্যে এ চাউল পাবে। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন- ১০ জুন রবিবার বিতরণ শুরু হয়েছে, যা ১২ জুন বুধবার বিতরণের মাধ্যমে সম্পন্ন হবে। ওইদিন কচুয়া উত্তর ইউনিয়নে ৩ হাজার ৭শ জন, সদর দক্ষিনে ২ হাজার ৫শ ৫৪ জন হত দরিদ্রদের মাঝে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। বিতরণকালে কচুয়া উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম, ত্রাণ তদারকি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য হালিম, অলি উল্যা, আমির হোসেন, সোহরাব হোসেন এবং সদর দক্ষিন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, ত্রাণ তদারকি কর্মকর্তা জাহাঙ্গীর, ইউপি সদস্য রাসেল মুন্সী, মানিক, শাহজান ও ইউপি সচিব সঞ্জয় দেবনাথ, উদ্যোক্তা পরিচালক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
কচুয়াঃ কচুয়া উত্তর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণের একাংশ।
Leave a Reply