কচুয়া উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের সরকারী খাল অবমুক্তকরণে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির ও নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ পদক্ষেপ গ্রহন করেছেন। মঙ্গলবার (২৯ মে) দুপুরে কচুয়াÑ নবাবপুর খালের আন্দিরপাড় এলাকার অবৈধ ভাবে সরকারি খালের উপরে জোর করে দেওয়া ৬ টি স্থানের বাধ কেটে দিয়েছেন।একই সাথে অনতিবিলন্বে সরকারি খালের জায়গা খালি করে পানি চলাচলের রাস্তা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেছেন।
ফসলী জমির ক্ষতি করে কচুয়া-সাচার খালের রাজাপুর হতে কোমড়কাশা, আন্দিরপাড় হয়ে নবাবপুর পর্যন্ত প্রবাহমান খালের বিভিন্ন স্থানে প্রবাভশালী মহল ক্ষমতার প্রভাব খাটিয়ে বাধ দিয়ে পানির চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে একটুখানি বৃষ্টিতেই ওই এলাকার আন্দিরপাড়, কোমড়কাশা, বদরপুর, হোসেনপুর এলাকার জনগণের প্রায় ৩০ একর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারনে ফষলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে।প্রভাবশালীরা এতোই ক্ষমতাধর যে তারা সরকারী খাল ভরাট করে পানি চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি তৈরি করে ফেলেছে। স্থানীয় জনগন প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রবাহমান খালের গতিপথ চালু করে কৃষকদের ফসল বৃদ্ধির পাশাপশি মৎস্য প্রজনন বাড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply