কচুয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বাবলু(৪০) শনিবার ১০মে ভোররাতে নিহত হয়েছে। এতে দুই পুলিশ কর্মকর্তা এসআই মোবারক হোসেন ও এএসআই আকতার হোসেন আহত হয় । আহত দুই পুলিশ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ছবিঃ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত ২ পুলিশ কর্মকর্তা।
থানা সূত্রে জানা গেছে, জেলাব্যাপী মাদক বিরোধী সাঁড়শী অভিযানে কচুয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের বলরা গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে মাদক ব্যবসায়ী বাবলুকে তার নিজ ঘর থেকে ১’২০ পিচ ইয়াবা সহ শুক্রবার মধ্য রাতে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী বাবলুকে থানায় নিয়ে আসার সময় পথিমধ্যে পাড়াগাঁও ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় পৌছলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেবার লক্ষ্যে পুলিশের উপর ককটেল চার্জ করে । ওই সময় পুলিশের সাথে বাবলুর সহযোগীদের বন্দুকযুদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় বাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শনিবার সকালে বাবলুর লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহাবুবুর রহমান জানান,মাদক ব্যবসায়ী বাবলুর নামে কচুয়া থানায় ৫টি মামলা রয়েছে।
ছবিঃ কচুয়া পুলিশের সাথে বন্ধুকযুদ্বে বাবলুর একাংশ।
Leave a Reply