শিক্ষার গুনগত মান উন্নয়নে কচুয়ায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মে) গোহট দক্ষিন ইউনিয়নের চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয় ও চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসা এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইবুনালের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ইসলামের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভ’ইয়া, ইউপি চেয়ারম্যন আঃ হাই মুন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, ছাত্র লীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সিনিয়র সহ-সভাপতি মাহবুবে রাব্বি মানিক, এলাকাবাসীর পক্ষে মনির হোসেন মজুমদার প্রমূখ।
এসময় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের নেতা কর্মী সহ মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব মাস্টার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply