কচুয়ার সাচারে নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে শনিবার কচুয়া উপজেলার সাচার জগন্নাথ ধাম মন্দির সংলগ্ন নাথ মন্দিরের উদ্বাধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি তিমির সেন গুপ্তের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা: একেএম শহীদুল ইসলাম ,কচুয়া উৃপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,কচুয়া পৌর সভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভ’ষন মজুমদার তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা , যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক নিমাই সরকার প্রমূখ ।এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তিাফিজুর রহমানি জুয়েল,ওসমান গনী মোল্লা, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু,সংঘের সাধারন সম্পাদক নিখিল চন্দ্র দাসপমূখ ।
এ সময় সনতান ধর্মাবলম্বী প্রায় সহাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরেন করেন সভাপতি তিমির সেন গুপ্ত । অনুষ্ঠানে প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি সাট মন্দিরের জন্য ৫০ লক্ষ টাকার সরকারি অনুদান প্রদান করেন।
কচুয়া : নাট মন্দিরের সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধান অতিথি মহী উদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply