কচুয়ায় বৈশাখী ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে পাথৈর উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার ১০মে দুপুরে প্রচন্ড ঝড়ে বিদ্যালয়ের দুইটি টিনের ঘরের চাল ও বেড়া উড়ে যায়। এ সময় শ্রেনীকক্ষে অধ্যায়নরত বিভিন্ন শ্রেনীর কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় সাচার বাজারের রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়।তন্মধ্যে সপÍম শ্রেণীর জাকিয়া ও অষ্টম শ্রেণীর ফেরদৌসী আক্তারকে গুরুতর আহত অবস্থায় জরুরী ভিত্তিতে কুমল্লিা ট্রমা সেন্টারে প্রেরন করা হয়। দশম শ্রেণীর সুমাইয়া, আলাউদ্দিন, অষ্টম শ্রেণীর আমানউল্লাহ, জান্নাত আহত অবস্থায় রেঁনেসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম জানান, বিদ্যালয়ের ্একমাত্র দুটি টিনসেড ঘরই ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে। খোলার দিন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদানের মত অবস্থা নেই।ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বড়ই বিপাকে রয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন ,শিক্ষার্থীদের পাঠদানের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। আমি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব প্রদক্ষেপ গ্রহন করছি।
ছবিঃ কচুয়ায় ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া পাথৈর উচ্চ বিদ্যালয়ের একাংশ।
ছবি২ঃ কচুয়ায় আহতদের একাংশ।
Leave a Reply