অনুমতি ছাড়া ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষেধ এবং প্রিজাইডিং অফিসার সাক্ষাতকার দিতে পারবেন না। সাংবাদিকদের জন্য এমন বিধিনিষেধ তৈরির চিন্তা করছে নির্বাচন কমিশন। এসব পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন সিনিয়র সাংবাদিকরা। তাদের মতে, এসব নিয়ম হলে গণমাধ্যমের কাজ করা অর্থহীন। সকালে নির্বাচন কমিশনে এক মতবিনিময় সভায় এসব আলোচনা হয়।
১৫ মে খুলনা সিটি নির্বাচন। জুলাইতে আরো তিনটি সিটিতে নির্বাচনের সম্ভাবনা। এর আগেই সাংবাদিকদের জন্য বিধিনিষেধ তৈরি করতে চায় কমিশন। তাই জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে ইসি।
সভায় জানানো হয়, ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না, ভোট গণনার ছবি তোলা যাবে না, একসাথে একাধিক সাংবাদিক ভোটকক্ষে যেতে পারবেন না, এ ধরনের দশটি নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে নির্বাচন কমিশন। এগুলোর বেশিরভাগেরই বিপক্ষে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা।
এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সাংবাদিকদের কাজে শৃংখলা আনতেই একটি দিক নির্দেশনা প্রণয়নের কথা ভাবছে ইসি।
মত বিনিময়ে বিধিনিষেধ না করে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ চেয়েছেন সাংবাদিকরা।
Leave a Reply