সনাতন ধর্মাম্বালী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দূর্গাপূজা উপলক্ষে কচুয়ার ৩৯টি শারদীয় দূর্গা মন্দিরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দূগা দেবীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৬দিন ব্যাপি দূগা পূজা শুরু হতে যাচ্ছে। দূর্গা,স্বরস্তী, কার্তিক, গনেশ, অশুরসহ সকল প্রতিমা তৈরী শেষে প্যান্ডেল নির্মানের কাজ শেষ হয়েছে।কচুয়া উপজেলার ইতিহাসখ্যাত সাচার জগন্নাথ ধাম মন্দির সংলগ্ন সাচার শারদীয় দূগা মন্দিরে সর্ব বৃহৎ পূজার প্রস্তুতি শেষ হয়েছে। সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি তিমির সেন গুপ্ত জানান ধর্ম যার যার উৎসব সবার । আমরা সাচার অঞ্চলে ব্যাপক আয়োজনে দূগাদেবীকে বরণ করে নেওয়ার জন্য সকল প্রস্তুতি শেষ করেছি। তাছাড়া শ্রী শ্রী সাচার ঘোষ বাড়ি শারদীয় দূর্গা মন্দির, সাচার পোদ্দার বাড়ি, সাচার মধ্য পাড়া, বায়েক কালী বাড়ি, বায়েক সরকার বাড়ি, সাচার গুগড়া বাড়ি কালী মন্দির, উত্তর শিবপুর দূর্গা বাড়ি, মাঝিগাছা দূর্গা বাড়ি, বিতারা পাল বাড়ি, পালাখাল সাহা বাড়ি, তিলকিয়া ভিটা, দোয়াটি চিন্তাহরণ হালদার বাড়ি, দোয়াটি নিশি হালদার বাড়ি, আলিয়ারা রাজ বাড়ি, নাহারা কালী বাড়ি, দারচর দাসবাড়ি, জলা তেতৈয়া, ঘাগড়া আখড়া বাড়ি, রাজাপুর সরকার বাড়ি, তুলপাই সাহা বাড়ি, আয়মা গোসাই বাড়ি, হায়াৎপুর বড় বাড়ি, ডুমুড়িয়া অখড়া বাড়ি, দেবপুর মজুমদার বাড়ি, নাউলা দত্ত বাড়ি, নাউলা দাস বাড়ি, গোবিন্দপুর সুতার বাড়ি, চাঙ্গিনী দুর্গা বাড়ি, চাঙ্গিনী মজুমদার বাড়ি, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি, পিপলকড়া বিমল মজুমদার বাড়ি, করইশ বেপারী বাড়ি, করইশ দুর্গা মন্দির, কোয়া পোদ্দার বাড়ি, কোয়া দাস বাড়ি, কান্দার পাড়, মাছিমপুর, মাছিমপুর দূগা বাড়ি মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ফনীভ’ষন মজুমদার সবাইকে শারদীয় শুভেচ্ছা ও পূজা মন্দিরে আমন্ত্রন জানিয়েছেন। কোন প্রকার অনভিপ্রেত ঘটনা ছাড়া উৎসবমূখর পরিবেশে পূজা উৎসব সম্পন্ন করার লক্ষে ইতিমধ্যে প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। থানা প্রশাসনের পক্ষ থেকে অধিক গুরুত্বপুর্ন , গুরুত্বপূর্ন ও সাধারন তিনটি শ্রেণিতে মন্ডপ গুলোকে ভাগ করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে, ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানিয়েছেন।
কচুয়া : সাচার দূর্গা মন্দিরে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতির একাংশ ।
Leave a Reply