কচুয়ায় হ্যান্ডকাপসহ পলাতক আসামী ফরহাদ (২৫)কে ২৪ঘন্টা পর গ্রেফতার করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকালে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তাকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সাব ইন্সপেক্টর ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে হাতকড়া পড়া অবস্থায় ফরহাদকে গ্রেফতার করে।এদিকে হাতকড়াসহ ফরহাদকে গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে ঔৎসুক জনতা থানা প্রাঙ্গনে ফরহাদকে দেখতে ভীড় জমায় । উল্লেখ্য চাঁদপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সঙ্গীয় ফোর্স নিয়ে করইশ গ্রামের মফিজ উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে মাদকের মামলার আসামী ফরহাদকে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় পুলিশের সাথে দস্তাদস্তি করে এক পর্যায়ে হাতকড়া (হ্যান্ডকাপ)পরিহিত অবস্থায় আসামী ফরহাদ দৌড়িয়ে পালিয়ে যায় । এব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি ও হ্যান্ডকাপ নিয়ে পালানোর ঘটনায় অন্য একটি মামলা দায়ের করা হয়েছে ।মামলা নং ৯ ও ১০ তারিখ : ১৯.৯.২০১৭।
Leave a Reply