কচুয়ায় সংবাদ সংগ্রহের করতে গেলে সাংবাদিক আলমগীর তালুকদারের (৫৩) উপর হামলা করেছে সন্ত্রাসীরা। ৯ সেপ্টেম্বর শনিবার দুপুর দুইটার দিকে কচুয়া উপজেলার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির সংবাদ সংগ্রহ শেষে হামলার ঘটনা ঘটো ঘটে। এতে বাংলাভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি ও জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ আলমগীর তালুকদার গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলবাহার কলেজ মাঠে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অনুষ্ঠান শেষে ৭১ টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি কাদের পলাশ স্ট্রেজ টেবিল থেকে একটি টিস্যু পেপার আনতে গেলে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ফসিউল আলম বাধা দেয়। এসময় ফসিউল বিশ্রিভাষা ব্যবহার করতে শুরু করে। কাদের পলাশ তাকে ভদ্রতা বজায় রেখে কথা বলতে বললে, ফসিউল আরো উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে এসময় আরো কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে আলমগীর তালুকদারও ছুটে আসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর কথিত ছোট ভাই নামধারী মানিক বেশ কিছু যুবককে ফুসলিয়ে সাংবাদিক আলমগীর তালুকদারের উপর মারমুখী আক্রমণ করে তাকে লাঞ্চিত করে। সংবাদ পেয়ে কলেজের অধ্যক্ষ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, চাঁদপুরের কয়েকজন সিনিয়র সাংবাদিকবৃন্দ দু’পক্ষকে সমঝোতার চেষ্টা করে। গুরতর আহত অবস্থায় সাংবাদিক আলমগীর তালুকদারকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১০ সেপ্টেম্বর রবিবার অবস্থায় অবনতি দেখলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হসপিটালে রেপার্ড করেন।
তাৎক্ষণিক এ বিষয় আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, অফিস সহকারী ফসিউল আলমকে কারণ দর্শানোর শোকজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ২সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কচুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ স্ঈাদুর রহমান জানান, আমরা বিষয়টি জেনেছি। ফসিউল বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
ছাত্রলীগ নামধারী মানিক প্রসঙ্গে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু জানান, জেলা ছাত্রলীগ থেকে কচুয়ায় কোনো অনুমোদিত কমিটি নেই। সুতরাং কেউ সেখানে পদপদবী ব্যবহার করতে পারে না। তবে সে কর্মী দাবি করতে পারে।
কচুয়ায় সাংবাদিক আলমগীর তালুকদারের উপর অতর্কিত হামলা ॥ প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের নিন্দা
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা ,বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি , কচুয়া বার্তার সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদারের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে স্থাানীয় প্রেসক্লাব এবং কচুয়ায় কর্মরত জাতীয় স্থানীয় পত্রিকার ও সাংবাদিকবৃন্দ ।১০ সেপ্টেমবর রবিবার তালকদার সুপার মার্কের্টে সাপ্তাহিক কচুয়া বার্তা কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা জানান হয় । কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধূরীর সভাপতিত্বে ও সাংঠনিক সম্পাদক আহসান হাবীব সুমনের পরিচালনায় নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু, যুগ্ম সম্পাদক কাউছার আহমেদ,আমির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল মাসুম,দপ্তর সম্পাদক মাসুদ রানা ,সাহিত্য প্রকাশনা সম্পাদক ডা: কামাল উদ্দিনসহ কচুয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
। এ ঘটনায় কচুয়া প্রেসক্লাব ,কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও কচুয়ায় কর্মরত জাতীয় ,স্থানিীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন মহল নেক্কার জনক এহেন ঘটনার তীব্র নিন্দা ও ছাত্র লীগ নামধারী মানিক,কলেজের অফিস সহকারী ফসিউল আলম ,হামলাকারী মোশারফ ,ফয়সাল খানসহ অন্যান্য দোষীদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান ।
Leave a Reply