গভীর শ্রদ্বায় যথাযথ মর্যাদায় কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা ,কবিতা পাঠ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন এড. হেলাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ,অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ,মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া প্রমূখ।
উপজেলার হাশিমপুরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ -দোয়া,শোক র্যালী ,আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো: গোলাম হোসেন ।
কচুয়া :৪২তম শাহদাত বার্ষিকী উপলক্ষে শোকর্যালী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ ।
Leave a Reply