1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

কচুয়ায় শাজুলিয়া দরবার শরীফের খাস তালীম সম্পন্ন

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে দু’দিন ব্যাপী খাস তালীম শান্তিপূর্ণ, শত শত মুসলমান ও মুরিদানদের উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ইলমে দ্বীনের এ প্রশিক্ষণ কার্যক্রম ১০ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর হইতে শুরু হয়ে শুক্রবার বাদ আসর শেষ হয়। এ খাস তালিমে অংশগ্রহণকারী দরবারের ভক্ত-মুরিদদেরকে ঈমান ও আমলের সহিহ পদ্ধতির বাস্তব নমুনা হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় ছিল- স্বেচ্ছায় রক্তদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আত্মমানবতার সেবায় উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের উৎসাহ প্রদান। পাশাপাশি মাদকাশক্তি, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপের ক্ষতিকর দিক নিয়ে কুরআন ও সুন্নাহর আলোকে পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপিত করা হয়।
বিশেষ করে ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর’- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঐতিহাসিক এ ঘোষণাকে স্লোগান করে শাজুলিয়া দরবারের প্রত্যেক মুরিদকে দুনিয়া ও আখেরাতের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাস তালিমে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাজুলিয়া দরবারের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর শাহ সুফি আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (মাদ্দা জিল্লুহুল আলিয়া)।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাজুলিয়া যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি (দামাত বারাকাতুহুম)।
পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলির সভাপতিত্বে অনুষ্ঠিত খাস তালিম মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন- অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ মাওলানা শাকের উল্লাহ,  প্রফেসর মো. আবু জাফর, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো. জসিম উদ্দিন হেলালি, মুফতি মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা মো. হেদায়েত উল্লাহ, প্রভাষক মাওঃ মোঃ ফয়েজ উল্লাহ প্রমুখ।
শুক্রবার বা’দ আসর পীর সাহেব হুজুরের আখেরি মুনাজাতের মাধ্যমে খাস তালিম (প্রশিক্ষণ কর্মশালা) সমাপ্ত হয়। আখেরি মুনাজাতে তিনি বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার