কচুয়ায় ভিজিএফ’র মওজুতকৃত গম জব্দ করা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার রাত ১২টার সময় কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বালিয়াতলী নুরানী মাদ্রাসা থেকে ১হাজার ৪শত ৯০ কেজি গম জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা আফরোজ । তিনি জানান, দুঃস্থদের মাঝে ঈদ উপলক্ষে বিতরনের জন্য বরাদ্ধকৃত ৫০ কেজি ওজনের ২৩ বস্তা ও ১০ কেজি ওজনের ৩৪ বস্তা গম বালিয়াতলী নূরাণী মাদ্রাসার ১টি কক্ষে জব্দ ও সিলগালা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ওই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম জানান ৪৩০ জনের জন্য বরাদ্ধ হলেও ২১ জুন ৩১৫ জনের মাঝে বিতরন করা হয়, বাকী ১১৫ জন গম নিতে না আসার কারনে উক্ত গম মাদ্রাসার কক্ষে মওজুত রাখা হয়। এ বিষয়ে কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন জানান, উক্ত গম ৩০ জুনের মধ্যে বিতরন করার সময় রয়েছে। এলাকাবাসী জানান, গরীব ও দুঃস্থদের সুবিধার্থে মাদ্রাসার এ কক্ষ থেকেই সব সময় মালামাল বিতরন করা হয়।
Leave a Reply