আসছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কচুয়ায় রাজনীতিতে নতুনের ঢেউ লেগেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন রাজনীতিতে আসছেন এমন সু-বাতাস দীর্ঘ দিন ধরে তাঁর কর্মী সমর্থকদের মাঝে গুঞ্জন চলছে। মুসলমান ধর্মের বৃহত্তম উৎসব আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে এনবিআরের সাবেক চেয়ারম্যানের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে পুরো কচুয়া উপজেলা। ঈদুল ফিতরের আগের দুইদিন শুক্র ও শনিবার ধরে গোলাম হোসেনের কর্মী সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়ের ছবি ও গোলাম হোসেনের ছবি সম্মিলিত কচুয়াবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে রঙ্গিন পোষ্টার কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল, হাট বাজার ও বিভিন্ন মোড়ে মোড়ে শোভা বর্ধন পাচ্ছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান ও কচুয়া উপজেলার হাসিমপুর মিঞা বাড়ির সুযোগ্য সন্তান মোঃ গোলাম হোসেনের চাচাতো ভাই মোঃ শাহাদাত হোসেন মিঞা জানান, কচুয়া আসনে চমক সৃষ্টির জন্য জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসাবে গোলাম হোসেন মাঠে থাকবেন।সমগ্র কচুয়ায় পোষ্টার থাকলেও কিছু এলাকায় গোলাম হোসেনের পোস্টার ছিড়ে খুলে ফেলা হয়েছে । যারা একাজ করেছে তাদের বুজা উচিৎ ছিল পোস্টারে গোলাম হোসেন ছাড়াও জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমান এবং প্রধান মন্ত্রীর ছবিও ছিল ।
Leave a Reply