কচুয়ায় জোরপূর্বক জায়গা দখল ও দোকান নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ২০ জুন মঙ্গলবার সকালে উপজেলার সেঙ্গুয়া মোড়ে শহীদ উল্যাহ গং দলবল নিয়ে জোরপূর্বক ভাবে দোকান ঘর ও জায়গা দখল করেন।
জানা যায়- পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেংগুয়া গ্রামের রোস্তম আলীর পুত্র শহীদ উল্যাহ মঙ্গলবার সকালে ১০/১৫জন লোক নিয়ে খরিদ সূত্রে মালিক আমান উল্যাহ মিয়াজীর দোকান ঘর ভাংচুর করে নতুন করে ঘর নির্মান করে। এসময় আমান উল্যাহ বাধা দিলে শহীদ উল্যাহ গং মৃত মান্নান মিয়ার পুত্র ফারুক মোল্লা,জোহর আলীর পুত্র নজরুল ইসলাম,শহীদ উল্যাহর পুত্র জহির হোসেন ও মৃত সাহেব আলীর পুত্র সফি উল্যাহসহ জোর করে দোকান ভাংচুর এবং জায়গা দখল করে আমান উল্লাহকে মারধর করে।এ ব্যাপারে আমান উল্লাহ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পরও বাধা উপেক্ষা করে শহিদ উল্লাহ জোরপুর্বক দোকান ঘর নির্মান করে ।
তাছাড়া ২০ জুন এক সাংবাদিক শহীদ উল্লাহ গংদের কাছে জোড়পুর্বক দোকান ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের সাথেও খারাপ আচরন করা হয়।
কচুয়া : জোরপুর্বক নির্মানাধীন দোকানের একাংশ
Leave a Reply