কচুয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮১জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মনোহরপুর ফাযিল মাদ্রাসা মিলনায়তনে শহীদ হালিমÑলিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট,সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।,হালিম লিয়াকত স্মৃতি সংসদ কচুয়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মো: নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক ইব্রাহীম ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পীরে তরিকত আল্লামা শেখ মো: আবু সুফিয়ান খান,প্রধান বক্তা হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সদস্য সচিব মো: জামাল উদ্দিন রব্বানী,মীরের সরাই দরবার শরীফের পীর ও উদ্বোধক আলহাজ্ব হাফেজ মো:মেছবাহুল ইসলাম লতিফী ,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,স্মৃতি সংসদ চাঁদপুর জেলা শাখার সাবেক পরিচালক মো: ফখরুদ্দিন ,হালিম লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা শাখার পরিচালক মো: হেলাল উদ্দিন পমূখ ।এ সময় বক্তাগন মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে মুক্ত রেখে সঠিকভাবে দেশের কল্যানে নিবেদিত হওয়ার পরামর্শ প্রদান করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কচুয়া : কৃতি শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply