কচুয়ায় চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ১০ লক্ষ টাকার মালামল লুট করে নিয়েছে অজ্ঞান পাটি। কচুয়া হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় ৫জন চিকিৎসাধীন রয়েছে। পৌরসভার কড়ইয়া রোডে ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাসায় ৯এপ্রিল রবিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে রবিবার রাতে সিরজুল ইসলামের বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় বাসার গ্রীলকেটে বাসায় থাকা নগদ টাকা ও মূল্যবান প্রায় ১০লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দৃর্বত্তরা ।খাবার না খেয়ে থাকা স্কুল পড়–য়া মেয়ে ছাড়া সবাই মধ্যরাতে অস্বস্থিবোধ করে বমি এবং সংজ্ঞাহীন অবস্থায় মেঝে গড়াগড়ি করে। ১০ এপ্রিল সোমবার সকালে পাশের বাসার লোকজন সংবাদ পেয়ে সবাইকে হাসপাতালে ভর্তি করে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ: সালাম হাওলাদার জানান রাতের খাবারের সাথে নারকোটিক পয়েজনিং জাতীয় কিছু খাওয়ানের কারনে এমনটি হতে পারে । আইভিফ্লুয়িড ও ফ্রুসিমাইড জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা চলছে । আশা করা যায় একটা সময় পরে সবাই সুস্থ্য হয়ে উঠবে। হাসপাতালে চিকিসাধীনরা হল: বাসার মালিক রিাজুল ইসলাম,তার স্ত্রী মুন্নি,ছোট ছেলে সামি(১২),কর্মচারী নজরুল(২২) ও কাজের মেয়ে ফহিমা(১৪)।
কচুয়া: হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন
Leave a Reply