দৃষ্টি জুড়ে দেশ” এই স্লোগানে কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাভিশনের একযুগ পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। ৩১ মার্চ শুক্রবার প্রতিষ্ঠা কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকির উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহা শিশির । শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালী কচুয়া প্রেসক্লাব থেকে বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
বাংলাভিশনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। বাংলাভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আমির হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, কচুয়া নির্বাচন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,ক্যাবল নেটওয়ার্ক এসোসিয়শনের সভাপতি মোতাহের হোসেন দুলাল, কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি সালাউদ্দিন মজুমদার, চ্যানেল এস’র কচুয়া প্রতিনিধি আফাজ উদ্দিন মানক, প্রমূখ। এসময় কচুয়া প্রেসক্লাবের সহ মনির মুন্সি,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু,যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী,কাউছার আহমেদ,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সুমন,দপ্তর সম্পাদক মাসুদ রানা,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবুলাল সরকার,প্রচার সম্পাদক সবুরখান, সদস্য ওমর ফারুক,ইয়াসমিন মুন্নি,নাসরিন আক্তার,ইকরামুল শাকিল,আমরা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি খোরশেদ আলম খোকন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সিনিয়র সহসভাপতি মুক্তার খান,রিপোর্টার ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল মাসুম,সিনিয়র সাংবাদিক জিসান আহমেদ নান্নু,আতাউল করিম,কচুয়া উপজেলা বাসদের আহবায়ক জয়দেব কর্মকার ,স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের আহবায়ক সায়েম মৃধা, জনপ্রতিনিধি, ইলেক্ট্রনিক মিডিয়ায়য় কর্মরত সাংবাদিক, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কচুয়া বার্তার শিল্পি ইয়াস মিন মুন্নি ও বাবুলাল সরকার এবং ক্যাল নেটওয়ার্কের সভাপতি মোতাহের হোসেন দুলাল ।
Leave a Reply