কচুয়া উপজেলার ড.মনসুর উদ্দিন মহিলা কলেজে স্বাধীনতা ও মুক্তিযুদ্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ মিলনায়তনে গভর্নিং বডির সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো: গোলাম হোসেন অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন আমাদের রয়েছে গর্ব করার মত স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্বের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস একমাত্র মুক্তিযুদ্বাদের মাধ্যমে তরুন প্রজম্মের নিকট পৌছে দেওয়া সম্বভ।আজকের শিক্ষার্থীরা মুক্তিযোদ্বাদের মুখ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্বের ইতিহাস জেনে সমৃদ্ব জ্ঞান আরোহন করে দেশ প্রেমে উদ্বুদ্ব হবে।
কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ব ও স্বাধীনতা দিবস সম্পর্ক শিক্ষার্থীদের উদোশ্যে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন,সাবেক ব্যাংকার আ: রাজ্জাক,সমাজ সেবক হুমায়ুন কবির মিয়া প্রমূখ ।
সভায় কলেজ গভনিং বডির সভাপতি মো; গোলাম হোসেন মুক্তিযুদ্বে দেশমাতৃকার জন্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে কচুয়া উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আ:মবিন ও ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়ার হাতে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।
কচুয়া: কচুয়া শিক্ষার্থীদের উদোশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক সচিব
Leave a Reply