জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো: গোলাম হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিল অধিকার বঞ্চিত মানষের স্বাধীনতা। তিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের গর্বের ধন। তিনি আমাদের অনুপ্রেরণা । তাই নতুন প্রজম্মের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশের ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি ১৭ মার্চ শুক্রবার কচুয়া উপজেলার হাশিমপুরে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতিয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভাপতিত্বে ও প্রভাষক মোসতাক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের তত্বাবধায়ক মো: হুমায়ুন মিয়া,প্রাক্তন ব্যাংকার আ:রাজ্জাকসহ কলেঝের ছাত্রী ,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবগ । আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সামছুদ্দিন। কলেজ গভর্নিং বডির সভাপতি মো: গোলাম হোসেন জাতিয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।
Leave a Reply