সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে ফলে বিদ্যুতের সমস্যা আর থাকবেনা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ককে চার ল্যানে উন্নীত করা হবে,রাজধানীতে জানযট নিরসনে ফ্লাইওভার,উড়াল সেতু নির্মান ও পদ্মা সেতু নির্মানের কাজ হাতে নিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন- আমি কচুয়া উপজেলার প্রতিটি গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দেব ও সকল প্রকার সমস্যার কথা শুনে তা সমাধানের লক্ষ্যে কাজ করে যাব।
তিনি ২৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে কচুয়া উপজেলার বায়েক জেয়ারিখোলা গ্রামে ১৬২টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে বায়েক ভূঁইয়া বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক নিমাই সরকার ও সদস্য বাবুল ভূইয়ার যৌথ পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির,সহকারী কমিশনার(ভূমি) এ.এম জহিরুল হায়াত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সহিদ দর্জি, কামরুন্নাহার ভূঁইয়া ,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়ার জোনাল অফিসের এজিএমও এন্ডএম মোঃ আব্দুল মতিন, ,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,বাতেন সরকার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবির, সদস্য শাহ আলম প্রধান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়,সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান.পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী নুরে আলম,সাধারন সম্পাদক আলী আক্কাছ মোল্লা,সাচার ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন আলম সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া-১ঃ বায়েক ভূঁইয়া বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply