কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির বলেছেন- প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার তাই কৃষকের মাঝে ফলন বৃদ্বির জন্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করছে । কৃষকের এখন আর কোন সার সংকট নেই। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের বীজ সংরক্ষন ও বিতরনেরমধ্য দিয়ে কচুয়ায় মাঠ দিবস হয়েছে। তিনি ২০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও মাঠে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় কৃষকদের নিয়ে সরিষা প্রদশর্নীর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তামোঃ শহীদ উল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিনয় ভূষন দাস, ফারুকুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দিন সরকার,কৃষক মাওলানা মনির হোসেন ও শাহজালাল প্রমুখ।
কচুয়া ঃ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
Leave a Reply