1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

কচুয়ায় শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল ১৬ ও ১৭ ফেব্রুয়ারী

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

অলীয়ে কামেল হযরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (র.) প্রতিষ্ঠিত শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল ১৬ ও ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার । চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পুর্ব সহদেবপুর ইউনিয়নের  দহুলিয়া গ্রামে অবস্থিত দরবার শরীফে বাষিক মহফিল অনুষ্ঠিত হবে।  দুই দিনের  মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের আন্তর্জাতিক মানের প্রখ্যাত আলেমগন ,পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম শাজুলিয়া তরিকত ,বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলিম উম্মার সমৃদ্বি কামনা করে গুরুত্বপূর্ন বয়ান রাখবেন।  বাংলাদেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুরিদান ও ধর্মপ্রান মুসলমানগন মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর শাহ সুফী আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (মা: জি: আ:)।নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।
প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল উপলক্ষে খতমে কুরআন, অজিফায়ে হিজবুল বাহার ও অজিফায়ে দালায়িলুল খায়রাত পাঠ, শাজুলিয়া যুব কাফেলা ও শিল্পীগোষ্ঠী কর্তৃক ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, তা’লিমে জিকর ,হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও উপহার প্রদান, মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলির (র.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে। তাছাড়া বার্ষিক মাহফিল উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রয়েছে।    ১৮ ফ্রেুয়ারী শনিবার বা’দ ফজর পীর সাহেব হুজুরের আখেরী মুনাজাত এবং তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। আখেরি মুনাজাতে পীর সাহেব হুজুর বাংলাদেশ ও বিশ্বের শান্তির জন্য এবং বিশ্ব মানবতার ইহ ও পরকালীন মুক্তির জন্য বিশেষ দুআ করবেন।
মাহফিলে শাজুলিয়া তরীকা ও দরবার শরীফের সকল মুরীদিন, মুহিব্বীন এবং সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহা সাফল্য লাভ করার জন্য  দরবার শলীফের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হয়েছে।sazulia

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার