কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজারে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজের বিপরীত সংলগ্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নতুন আঙ্গিকে ফয়জুন্নেছা দাতব্য চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল পবিত্র ফাতেহা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ৪ ফেব্রুয়ারী শনিবার ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিলে হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো:গোলাম হোসেন স্বাগত বক্তব্যে বলেন-কচুয়াসহ পাশ্ববর্র্তী ছয়টি উপজেলার জনগনকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আধুনিক মানের স্বাস্থ্য সেবা প্রদানের জন্যে বিশেষজ্ঞ ও দক্ষ চিকিৎসকের পরামর্শ – সেবা ,আধুনিক এনালাইজার ,৪ডি আলট্রসনোগ্রাম,ইকোকার্ডিওগ্রাফি,ডিজিটালএক্স-রে,শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স রয়েছে। যা শতভাগ ডিজিটাল পদ্বতিতে সেবা সমৃদ্ব এই হাসপাতালের কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন যুবক কমিশনের সাবেক চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,প্রয়াত ড.মনসুর উদ্দিনের ছোট ভাই আবুল বাসার,হাসপাতালের সদস্য সচিব মো: হুমায়ন,ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন ও আ: হাই মুন্সী হাসপাতালের সচিব মো: হুমায়ুন কবির মিয়া প্রমূখ।
ছবি: কচুয়া -১ হাসিমপুরে ফয়জুন্নেছা হাসপাতালের উদ্বোধকালে বক্তব্য রাখছেন গোলাম হোসেন
Leave a Reply