কচুয়া উপজেলার হাশিমপুরে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজের বিপরীতে অবস্থিত ফয়জুন্নেছা হাসপাতালের কার্যক্রম ২৭ জানুয়ারী উদ্বোধনের মাধ্যমে অনষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।হাসপাতালের সেক্রেটারী মো: হুমায়ুন কবির মিয়া জানান অত্যাধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি সমৃদ্ব ফোরডি ডপালার আলট্রসনোগ্রাম,ফোরডি ডপলার ইকোকার্ডিওগ্রাফি,ডিজিটালএক্স-রে ,সব ধরনের হরমোন ,মলমুত্র,রক্ত, পরীক্ষা ও নিবির আন্তরিক ইনডোর সেবার মাধ্যমে কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। গ্রামীন মনোরম পরিবেশে নির্ভরশীল নির্ভূল পরীক্ষা নিরীক্ষা প্রদানের মাধ্যমে প্রান্তিক জনগনের সেবা প্রদানের জন্যে ফয়জুন্নেছো হাসপাতালের প্রতিষ্ঠা ।”ব্যবসা বা মুনাফা নয় সাধারন মানষের সেবাই আমাদের লক্ষ্য” এই শ্লোগানে হাসপাতাল নতুন আঙ্গিকে চালু। হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু হওয়ার ফলে কচুয়া ,চান্দিনা,বরুড়া উপজেলার জনগন আর রোগী নিয়ে ঢাকা ,কুমিল্লা বা চাঁদপুর যাওয়ার প্রয়োজন হবেনা । কম খরচে স্বল্প মূল্যে নিজস্ব ফর্মেসেী থেকে ওষধ পাওয়া যাবে। ফয়জুন্নেছা হাসপাতাল থেকে অধিকতর মান সম্পন্ন সেবা পাওয়া যাবে বলে জানা গেছে। তাছাড়া ২৪ ঘন্টা স্বল্প মূল্যে শীততাপ নিয়šিত এম্বুলেন্স সেবার ব্যবস্থা রয়েছে। যে কোন সেবা ,পরামর্শ পেতে ০১৮১৬-২৬৩২৬৬,০১৭৯১-১২৫৪৫৪ নাম্বারে যোগাযোগ করার আহবান জানান হয়েছে।
Leave a Reply