সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন,রুপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সরকারের সকল দপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি গৃহহীন পরিবারকে ঘর নির্মান করে দেওয়ার কাজ শুরু হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহহীনদের তালিকা প্রনয়নের জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। তিনি ৫ নভেম্বর শনিবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৫তম জাতীয় সমবায় দিবসের র্যালীত্তোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড.হেলাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,উপজেলা ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন,যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কচুয়া উত্তর ইউপি চেয়াম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মোতাহের হোসেন দুলাল,সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন,কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু,সমাজকল্যান ও ত্রান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসিনা মঞ্জু,সাধারন সম্পাদক তাছলিমা চৌধুরী,উপজেলা শ্রমীক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম-আহবায়ক মুক্তার খান।
ছবি-৩ঃ কচুয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করছেন সাবেক স্বরাষ্ট্র-মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply