‘‘কচুয়ায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৫ গ্রামের মানুষের চলাচল’’ শিরোনামে ১ নভেম্বর দৈনিক মেঘনা বার্তাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন ৩ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও-বিতারার বাঁশের সাঁকোর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা প্রকৌশলী আহসান হাবিবকে সঙ্গে নিয়ে ওই এলাকায় পাকা ব্রীজ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যে ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষন করেন। তিনি ওই এলাকায় বসবাসরত জনসাধারনের সাথে পাকা ব্রীজ নির্মানে সাধারন মানুষের মতামত গ্রহন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন জানান, বাঁশের পুলের স্থলে পাকা ব্রীজের কারিগরি নকশা ও প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরন করা হবে এবং স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের সাথে পরামর্শক্রমে চাঁদপুর জেলা মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হবে।
কচুয়াঃ কচুয়ার বিতারা-খলাগাঁও এলাকায় বাঁশের পুলের ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন।
Leave a Reply