সাবেক স্বরাষ্টমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন বিদ্যুতের আলো সমাজ থেকে কুসংস্কার দুর করে আলোকিত সমাজ গড়তে অগ্রনী ভ’মিকা পালন করে। বিদ্যুত সংযোগের ফলে কৃষকের উৎপাদন বৃদ্বি,কলকারখানা ও শিল্প গড়ে উঠেছে। সুতারাং বিদ্যুতের আলোয়ে প্রবৃদ্বির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । উপজেলার ২৪৩টি গ্রামের প্রতিটি গৃহে বিদ্যুত সংযোগ দেওয়া হবে।
তিনি আরো বলেন বর্তমান সরকারের আমলে ১০ টাকা কেজি দরে হতদ্ররিদ্রের মাঝে বছরে ৫মাস চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। সরকারের এসমস্ত উন্নয়মূলক কর্মকান্ডকে সহয়াতা করে ২০২১সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি ২৮ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নেরর শ্রীরামপুর গ্রামে ১১১টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগ উদ্বোধণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন,পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি,আহসান হাবীব জুয়েল,কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠ’,মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রতœা,মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিক তাছলিমা চৌধূরী,ইউনিয়ন যুবলীগ সভাপতি তারেক সামছ মিঠু প্রমূখ।
তিনি একই দিনে কাদলা ইউনিয়নের বোয়ালজুরী খালের উপর ব্রীজ নির্মানের ভিত্তি প্রস্থর ও দোঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দোঘর কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন ও দোঘর গ্রামে বিদ্যুত সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
কচুয়া: শ্রীরামপুরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply