সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড, মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- ১০ টাকা মূল্যে চাউল জনগনের মাঝে বিতরণ করে বর্তমান সরকার দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছে। এক সময় মানুষ যা চিন্তাও করেনি আজ ১০ টাকা মূল্যে চাউল বিতরণ করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন তাঁর সরকার দুঃস্থ ও গরীব অসহায় মানুষের জন্য কাজ করেন। বর্তমান সরকার দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। রুপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সমর্থন করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে সকলেল সহযোগিতা কামনা করেন। তিনি ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলার বিতারা ইউনিয়নের ১০টাকা মূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান শিশির। এসময় উপস্থিত ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকার,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদ সরকার,ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল ভূঁইয়া,সহ-সভাপতি জসিম সেন, সাধারন সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিন ও ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।
কচুয়া-২ঃ বিতারা ইউনিয়নের বাঁইছারায় চাল বিতরণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
Leave a Reply