সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন লক্ষী বিত্তের ও স্বরসতী বিদ্যার প্রতীক। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা বিত্ত ও বিদ্যা অর্জনের জন্যে। পূজার প্রেরণা বুকে ধারন করে ধর্ম বর্ন নির্বশেষে সকলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলে অসম্প্রদায়িক বাংলাদেশে আর কোন বিশৃঙ্খলা থাকবেনা। তিনি গতকাল ৭ সেপ্টেম্বর সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয় মিলনায়তনে উপজেলার ৩৯টি পূজা মন্দিরে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা বলেনে।
একই দিনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।পৌর আওয়ামী লীগের আওয়ামী লীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাদেক মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনীভ’ষন মজুমদার,সাধারন সম্পাদক বিকাশ সাহা,হিন্দু বৌদ্ব এক্য পরিষদের সভাপতি প্রানধন দেব প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভুইয়া, উপজেলা ইওয়ামি লীগের সাঙগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু প্রমূখ। আলোচনা শেষে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি নিজস্ব তহবিল হতে প্রতিটি মন্দিরে চার হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
কচুয়া: পূজা মন্দিরে নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply