কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম.এম.উচ্চ বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ন স্হানে সিসি ক্যামেরা স্হাপন করারমাধ্যমে ,বিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ,শিক্ষার্থীদের সার্বক্ষনিক নজরদারি ও শিক্ষকদের সময়মত শ্রেনীকক্ষে পাঠদানের বিষয়ে নজরদারি রাখার লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর মাঝিগাছা এম.এম.উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গুরুত্বপূর্ন ৮টি স্হানে সিসি ক্যামেরা স্হাপন করে। ফলে বিদ্যালয়ে আধুনকতার স্পর্শে গুনগত শিক্ষাদানে সহায়ক ভূমিকা রাখবে বলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দাবী। সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মামুনুর রশীদ যোগদান করেছেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহম্মেদ রাজুর যোগদানের ফলে সবকিছুতে পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল ছিল সন্তোষজনক। এবছর গ্রীস্মকালীন ফুটবল প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে এ বিদ্যালয় দ্বিতীয় স্হান লাভ।
সাবেক স্বরাষ্ট্র-মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির একান্ত ব্যক্তিগত সহকারী রাজিব আহমেদ রাজু সভাপতির দায়িত্বভার গ্রহনের পর গুনগত শিক্ষা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ জানান সভাপতির সঠিক দিক নির্দেশনায় ছাত্রছাত্রীদের পড়াশুনার মান বৃদ্বি পেয়েছে। বিদ্যালয়ের একাধিক অভিবাবক জানান,মাঝিগাছা এম.এম.উচ্চ বিদ্যালটির দেশ ব্যাপী অনেক সুনাম রয়েছে। এ বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেক ছাত্র/ছাত্রী দেশের বিভিন্ন সরকারী,বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। সিসি ক্যামেরা স্হাপনে আমরা অভিবাবকদের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই। কারন এর ফলে বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক সময়ে উপস্হিত ও শ্রেনীকক্ষে সময়মত যাওয়া নিশ্চিত করা সহ বিদ্যালয়ের ভাল ফলাফলে অগ্রনি ভূমিকা রাখবে।
এই উদ্যোগের জন্য শিক্ষদের পক্ষ থেকে পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহম্মেদ রাজু’র সাথে আলাপকালে তিনি জানান, আমি মাঝিগাছা এম.এম.উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহনের পর সাবেক স্বরাষ্ট্র-মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সার্বিক সহযোগীতায় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন স্হানে সিসি ক্যামেরা স্হাপন করেছি। পরবর্তিতে শিক্ষক ও কর্মচারীদের ফিঙ্গার মেশিন বসানো হবে। এতে করে শিক্ষক ও কর্মচারীরা সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্হিত হওয়া নিশ্চিত সহ ভাল ফলাফলে সহায়ক ভুমিকা রাখবে। করবে। পরবর্তিতে পর্যাক্রমে পরিকল্পিত সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করব। মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয় হবে গুনগত শিক্ষার মডেল ।
কচুয়াঃ মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ের একাংশ।
Leave a Reply