অস্ট্রেলিয়া মহাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নুরুল আজাদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নুরুল আজাদের (৭০) জানাযা ১২ সেপ্টেম্বর সোমবার সম্পন্ন হয়। সহস্রাধিক মানুষ বাদ জোহর নুরুল আজাদ স্কুল এন্ড কলেজের মাঠে জানাযায় অংশ গ্রহন করে। এসময় টেলিকনকারেন্সে সাবেক স্বরাস্ট্র মন্ত্রীড.মহী উদ্দীন খান আলমগীর মরহুমের জন্য দোয়া কামনা করে জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন । ওই সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী আওযামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মো: আলমগীর তালুকদার কাদলা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা জাসদ যুবজোটের সভাপতি ডা:আ: হাই, যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান ,মরহুমের ছেলে ফয়সাল আজাদ রুবেল প্রমূখ। আলোচনা শেষে জানাযার নামাজে ইমামতি করেন মনপুরা মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ: হাই।জানাযা শেষে তাঁকে বাতাবাড়িয়া নিজ গ্রামে সমাহিত করা হয় । পরদিন ঙ্গদের নামাজ আদায় করে সকাল দশটায় সাবেক স্বরাস্ট্র মন্ত্রীড.মহী উদ্দীন খান আলমগীর তাঁর কবর জিয়ারত করেন। প্রসংগত:১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , তিন ছেলে রুবেল,উপল রবিন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর দুছেলে ও ভাই রুহুল আমিন,আলমগীর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরার পর ১২ সেপ্টেম্বর সোমবার নুরুল আজাদ স্কুল এন্ড কলেজের মাঠে জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে নিজ গ্রাম বাতাবাড়িয়া পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন হবে। তাঁর মৃত্যুতে সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার ,উপজেলা জাসদ যুবজোটের সভাপতি ডা:আ: হাই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে তাঁর মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি বাতাবাড়িয় মনপুরাসহ কচুয়া উপজেলার সর্বত্র শোকের মাতম বিরাজ করছে।
Leave a Reply