সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- আশেক আলী খানের আদর্শ শিক্ষার বিবর্তনে অনুসরনীয়। আমার প্রয়াত বাবা আশেক আলী খান একজন শিক্ষক ছিলেন । আশোক আলী খানের আদর্শ অনুসরন করে শিক্ষার উন্নয়নে কাজ করলে দেশ সামনে এগিয়ে যাবে । এ প্রসংগে তিনি বলেন আমার বাবা আশোক আলী খান নিজের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সমগ্র উপজেলার মানুষের জন্য জীবনের সর্বস্ব ব্যায় করে শিক্ষা অর্জনের জন্য কাজ করে গেছেন। আশেক আলী খানের আদর্শ বুকে ধারন করলে কচুয়ার ২৪৩টি গ্রামে সবাই শিক্ষিত হয়ে দেশগঠনে ভূমিকা রাখতে পারবে। আমরা তার সন্তানগন তারই ধারাবাহিকতায় সুলতানা ট্রাস্ট,ড.জালাল আলমগীর ট্রাস্টের মাধ্যমে সমগ্র উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছি। আমার প্রয়াত পিতা আশেক আলী খান একজন শিক্ষক ছিলেন ,আমাদের পরিবারের সবাই শিক্ষকতাকে পেশা হিসাবে বেচে নিয়েছেন । ঢাকা বিশ্ব বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে আমার চাকুরী জীবন শুরু । আমার বড় ভাই প্রয়াত মিসবাহ উদ্দিন খান,মেজভাই ড.বোরহান উদ্দিন খান জাহঙ্গীর একুশে পদক প্রাপ্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞান বিভাগের ,ছোটভাই ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ,বোন নীলুফার বেগম শিক্ষক এবং আমার প্রয়াত ছেলে ড. ড.জালাল আলমগীর ও আমার বড় ভাইয়ের ছেলে একুশে পদক প্রাপ্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ।
পত্রিকা প্রসংগে তিনি বলেন,আমি ২০০৯ সালে পাক্ষিক হিসাবে কচুয়া বার্তার মোড়ক উম্মোচন করি।বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে উন্নত করতে ভূমিকা পালন করে । যশোহর জেলার এক গ্রাম থেকে প্রকাশিত আনন্দ বাজার পাক্ষিক পত্রিকা হিসাবে প্রকাশের পর আজ বাংলাদেশ ও ভারত থেকে দৈনিক হিসাবে দুটি ভাষায় প্রকাশি হচ্ছে। তেমনিভাবে কচুয়া বার্তা পত্রিকাটি এক সময়ে সারাদেশে খ্যাতি অর্জন করবে। পত্রিকাটি জাতীয় সংবাদের পাশাপাশি স্থানীয় সংবাদ প্রকাশ করে প্রান্তিক জনগনের সমস্যা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।ফলে মফস্বল এলাকার শিক্ষক ও লেখা লেখির সাথে সম্পৃক্তদের প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ বৃদ্বি পেয়েছে। তিনি ৩ সেপ্টেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক কচুয়া বার্তার পত্রিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে কচুয়া বার্তার পক্ষ থেকে চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট (বাংলা একাডেমি চরিতাবিধান পৃষ্ঠা ৭৬) আশেক আলী খানকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।
পত্রিকার পৃষ্ঠপোষক আলহাজ্ব শাহাজাহান তালুকদারের সভাপতিত্বে ও স্টাফরিপোর্টার সালাউদ্দীন মজুমদারের পরিচালনায় -স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ,প্রকাশক ,ও মুদ্রাকর মো: আলমগীর তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,মহিলা বিষয়ক সম্পাদিকা রওনক আরা রতœা, কচুয়া বার্তার পৃষ্ঠপোষক মোস্তফা ফখরুদ্দিন আহমেদ ,উপদেষ্ট্রা ডা. আ: হাই প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিবুল হাসান
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ,যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার,ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়, যুবলীগ নেতা কামাল হোসেন গাজী, কচুয়া বার্তা পত্রিকার প্রতিনিধি সালাউদ্দিন মজুমদার, ফরহাদ চৌধুরী, নুরুল হক প্রধান, আহসান হাবীব সুমন, মোঃ মাসুদ রানা, ফরহাদ হোসেন হৃদয়, এহতেশাম, শাহেএমরান, ওমর ফারুক প্রমুখ।
ছবি-১ ঃ কচুয়া বার্তা মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মরনোত্তর সম্মাননা গ্রহন করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ছবি-২ ঃ কচুয়া সাপ্তাহিক কচুয়া বার্তা মোড়ক উম্মোচন করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অতিথি বৃন্দ।
Leave a Reply