জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।
ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২৫ আগস্ট বৃহস্প্রতিবার। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ব্যপক কর্মসূচি পালন করে। সকাল ৭টায় ভগবান শ্রী কৃষ্ণের পুজা ও বাল্যভোগ। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড র্যালী নিয়ে কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজ মাঠে ভক্তরা এসে সমবেত হয়। পরে সকাল ১০ টায় জন্মাষ্টমী উপলক্ষ্যে ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করবেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন। শোভাযাত্রাটি কচুয়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন করে কচুয়া বিশ্বরোড সংলগ্ন কড়ইয়া দূর্গা মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি অজিত কুমার কর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার সোহাগ এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি পুলক কুমার মন্ডল, কচুয়া উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ফনী ভূষন মজুমদার,সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, কচুয়া উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ পোদ্দার,সাংবাদিক আবুল হোসেন,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার,গুলবাহার শ্যামলী খান মা ও শিশু হাসপাতালের ব্যাপস্থাপনা পরিচালক শাহজাহান খান,কচুয়া ইসকন এর পক্ষে নিমাই বহ্মম্যচারী প্রমূখ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম.এস ইকবাল জানান,সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উৎসব সুন্দরভাবে পালন করতে পারেন, এজন্য কচুয়া থানার পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হরয়ছে। পরে দুপুর সাড়ে ১ টায় প্রসাদ বিতরন করা হয়।
কচুয়া-১ঃকচুয়ায় ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ঐতিহাসিন বর্ণাঢ্য শোভাযাত্রার একাংশ।
Leave a Reply