বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। খন্দকার মোস্তাক বিশ্বাসঘাতক। বিএনপি বঙ্গবন্ধু হত্যাকারীদের সহায়তা করে পুরস্কৃত করেছেন। তার সাথে বঙ্গবন্ধু হত্যাকান্ডে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন মেয়র জিয়াউর রহমান।জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার না করার জন্যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে পরোক্ষ হত্যাকারী হিসেবে চিহ্নিত। হত্যাকান্ডের সাথে পরোক্ষ ভাবে জড়িত হওয়ার দায়ে তাকে বিচারের আওতায় আনা হবে।
ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা পাঁচজনের ফাঁসি হয়েছে। বিদেশে পলাতক খুনিদের দেশে এনে মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানান। তিনি গতকাল শনিবার কচুয়া উপজেলা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ গভনির্ং বডির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়ের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির,নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা , কলেজের ইংরেজী প্রভাষক মোঃ জসিম উদ্দিন মোল্লা ,ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন হিমেল,রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
কচুয়া-২ ঃ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply