বৃহস্পতিবার ১৮ আগস্ট মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে কচুয়ায় ৩৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩ শত ৪৭ জন কৃতকার্য হয়। পাশের হার শতকরা ৯৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫জন।
মেঘদাইর ফাযিল মাদ্রাসা,কাদলা ফাযিল মাদ্রাসা ও চৌমুহনী মাদ্রসা থেকে শতভাগ পরিক্ষার্থী উর্ত্তীন হয়।
নিশ্চিন্তপুর মাদ্রাসা থেকে ৫৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ২ জন জিপিএ ৫ সহ ৫৩ কৃতকার্য হয়,পাশের হর ৯৬.৩৬ ভাগ । আশ্রাফপুর মাদ্রাসা থেকে ৩৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৩ জন কৃতকার্য হয়,পাশের হর ৯৭.০৫ ভাগ। মনপুরা মাদ্রাসা থেকে ১৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩ জন কৃতকার্য হয়,পাশের হর ৯২.৮৫ ভাগ। মেঘদাইর মাদ্রাসা থেকে ৩৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৩ জন কৃতকার্য হয়,পাশের হর ১০০ ভাগ। মনোহরপুর মাদ্রাসা থেকে ২২ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১৮ জন কৃতকার্য হয়,পাশের হর ৮১.৮১ ভাগ।
কাদলা মাদ্রাসা থেকে ৩১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ২ জন জিপিএ ৫ সহ ৩১ কৃতকার্য হয়,পাশের হর ১০০ ভাগ। চাপাতলী মাদ্রাসা থেকে ৩৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৪ কৃতকার্য হয়,পাশের হর ১০০ ভাগ। শ্রীরামপুর মাদ্রাসা থেকে ২১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১২ কৃতকার্য হয়,পাশের হর ৫৭.১৪ ভাগ। রাগদৈল মাদ্রাসা থেকে ১৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১৪ কৃতকার্য হয়,পাশের হর ৯৩.৩৩ ভাগ। পালাখাল মাদ্রাসা থেকে ৪২ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১ জন জিপিএ ৫ সহ ৩৬ কৃতকার্য হয়,পাশের হর ৮৫.৭১ ভাগ। চৌমুহনী মাদ্রাসা থেকে ৩১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৩১ কৃতকার্য হয়,পাশের হর ১০০ ভাগ। আইনগিরি মাদ্রাসা থেকে ১৮ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১৭ কৃতকার্য হয়,পাশের হর ৯৪.৪৪ ভাগ । বিতারা আলিম মাদ্রাসা থেকে ২৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ২২ কৃতকার্য হয়,পাশের হর ৮৫.৬৫ভাগ।শ্রীরামপুর ফাযিল মাদ্রসা শতকরা ৫৭ ভাগ শিক্ষার্থী পাশ করে ফলাফলের নিম্মে অবস্থান করছে।
Leave a Reply