শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট শনিবার সকালে উপজেলা পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি যুদ্ধকালীন কামন্ডার আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিব মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন – উপজেলা চেয়ারম্যান মো: শাহাজাহান শিশির,নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ,মহিলা বিষয়ক সম্পাদক রওনক আরা রতœা ,অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী,প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী প্রমুখ। একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সাচার ইউনিয়নের হাতিরবন্দ গ্রামে ১২৩টি ও পালাখাল গ্রামে ১৭৭টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। তাছাড়া তিনি পালাখাল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।
কচুয়া: জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply