কচুয়া উপজেলার পুর্ব সহদেবপুর ইউনিয়নের কৃষক লীগ নেতা ওয়ালিউল্লাহ হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদ- দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।৯ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় প্রদান করেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁসির দ-িত আসামীরা সবাই পলাতক রয়েছে। আদালতে একই রায়ে অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর ৪ জনকে বেকসুর খালাস দিয়েছে। মৃত্যুদ- প্রাপ্ত ব্যক্তিরা হল-কচুয়া উপজেলার পূর্বসহদেবপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আ: আউয়াল মাস্টারের ছেলে আব্দুল হামিদ(৩৬),চান্দিনা উপজেলার শালিকা গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান শাকিল(২২),ঢাকা মোহাম্মদপুরের মৃত কাজী কামরুল মৃধার ছেলে মো: গৌরভ(১৮),কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের মৃত আ: রহমান মৃধার ছেলে মো: হারুন মৃধা(৫০) একই গ্রামের মো: হারুন মৃধার ছেলে আব্দুল কাদের মৃধা(২২) ও আ: মান্নানের ছেলে নাজমুল হাসান শারফিন(৩২)। অপর খালাস প্রাপ্ত ব্যক্তিরা হল। উপজেলার শংকরপুর গ্রামের মৃত খলিলের ছেলে মো: আক্তার হোসন,সাদেকের ছেলে মোয়াজ্জেম হোসেন(২৮) অভয় পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মো: জাকির হোসেন(২৫) ও মৃত হাছান আলীর ছেলে আবু তাহের(৬৫)।
উল্লেখিত: গত ২০১৪ সালের ২৯ জুলাই কোরবানির ঈদের রাতে কচুয়া উপজেলার পূর্বসহদেবপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের অলিউল্যাহ মৃধাকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের স্ত্রী জয়নব বেগম কচুয়া থানায় ১০জন এজহার নামীয় একটি হত্যা মামলা দায়ের করেন।
এব্যাপারে মামলা তদন্তকারী অফিসার কচুয়া থানার এসআই নাছির জানান, অলিউল্যাহ হত্যা মামলাটি পাওয়ার পর সঠিক ভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করি।
Leave a Reply