কচুয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যাঙ্গাত্ব ছবি ও কটুক্তিমূুলক স্ট্যাটাসের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর ডিবি পুলিশ। থানা সুত্রে জানা গেছে, উপজেলার আশ্রাফপুর ই্উনিয়নের জগতপুর মিজী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে এম.এ মোতালেব মিজী (৩০) তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আইন শৃংখলার অবনতির অপচেষ্টা, অশ্লীল ও মনাহানিকর তথ্য প্রকাশ করে। বিষয়টি আইন শৃংখলা বাহীনির দৃষ্টিগোচর হলে গত ২৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কচুয়া থানায় এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করে। দীর্ঘ অনুসন্ধান শেষে ৪ আগস্ট বৃহস্পতিবার রাতে চাঁদপুরের ডিবি পুলিশ এম এ মোতালেবকে কুমল্লিা কোটবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে মোতালেবের স্ট্যাটাসের উপর মন্তব্য করায় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপর -৪জন জগতপুর গ্রামের আলী আজগরের ছেলে আঃ মতিন ( ৪৫), অমর আলীর কামাল হোসেন ও নূরে জালাল চক্রা গ্রামের আ: রশীদের ছেলে ও বাবুলকে গ্রেফতার করে । ৫ আগস্ট শুক্রবার মোতালেব মিজীসহ তাদেরকে জেল হাজতে পাঠান হয়। এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ এ.কে.এম.এস ইকবাল জানান,রাষ্ট্র বিরোধী স্ট্যাটাস দেয়ায় তাদের বিরুদ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply