চাঁদপুর জেলা কচুয়া থেকে প্রকাশিত কচুয়া বার্তা পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে অনুমোদন (ডিক্লারেশন) পেয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সবুর মন্ডল অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদারের নিকট এ ডিক্লারেশন প্রদান করেন। পত্রিকাটি ৭ বছর ৬ মাস পাক্ষিক হিসেবে কচুয়া বার্তা পত্রিকাটি নিয়মিত সরকারী বিজ্ঞাপন তালিকাভূক্ত হিসাবে প্রকাশিত হওয়ার পর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পর্যাবৃত্তি পরিবর্তনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ ডিক্লারেশন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বিএম হান্নান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর জজ কোর্টের আইনজীবি এ্যাড. মোঃ জসিম উদ্দীন প্রধান, দৈনিক সকালের খবরের কচুয়া প্রতিনিধি ও কচুয়া বার্তার স্টাফ রিপোর্টার আহসান হাবীব সুমন। দৈনিক ইলশেপাড় পত্রিকার চীফ রিপোর্টার এসএম সোহেল প্রমূখ।
কচুয়াঃ সাপ্তাহিক কচুয়া বার্তার ডিক্লারেশন প্রদান করছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
Leave a Reply