ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পিতা চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম আশেক আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী ২ আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে । এ উপলক্ষে গ্রামের বাড়ি কচুয়া উপজেলার গুলবাহারে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে কোরান খতম,দোয়া মহফিল ও মরহুমের জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় । সকালে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান শিক্ষক শিক্ষার্থী ,প্রাক্তন ছাত্র ও শুভনুধ্যায়ীদের নিয়ে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পন করা হয় । পুস্পস্তবক অর্পন শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। কুরান খতম ও দোয়া অনুষ্ঠানের পর কলেজ মিলনায়তনে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমানের সভপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক আনিছুর রহমমান সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আহম্মদ উল্লাহ,মামুনুর রশীদ, কবির হোসেন,ও সহকারি প্রধান শিক্ষক সুলতানা খানম প্রমূখ । দোয়া মুনাজাত পরিচালনা করেন গুলবাহার আশেক আলী খান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আ: জলিল।
Leave a Reply