আজীবন পাকিস্তানের পক্ষে থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী মোনায়েম খানের এক নাতিকে পাওয়া গেছে ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহতদের মধ্যে।কল্যানপুরের তাজ মঞ্জিলে অভিযানে নিহত নয় যুবকের মধ্যে আকিফুজ্জামান খান (২৪) মুক্তিবাহিনীর হাতে নিহত মোনায়েম খানের নাতি বলে ২৮ জুলাই বৃহস্পতিবার সাংবাদিকদের জানান গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম।গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর মঙ্গলবারের অভিযানে নিহত আকিফুজ্জামানসহ নয়জনই জেএমবির সদস্য বলে পুলিশের দাবি। এদের মধ্যে একজন রায়হান কবির ওরফে তারেক সংগঠনটির ঢাকা অঞ্চলের প্রধান বলেও জানানো হয়েছে।সাম্প্রতিক জঙ্গি তৎপরতার পেছনে একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তি রয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মধ্যে নিহত ‘জঙ্গিদের’ মধ্যে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের নাতির সন্ধান মিলল।তবে নিহত সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে এর আগে আওয়ামী লীগ নেতার সন্তানকেও পাওয়া গেছে।কিশোরগঞ্জের বাজিতপুরের মোনায়েম খান ছিলেন মুসলিম লীগের বড় নেতা। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পেয়ে বাংলার মানুষের স্বাধিকার আন্দোলন দমনে আইয়ুব খানের হাতিয়ার ছিলেন মোনায়েম খান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতায় নামা মোনায়েম খান ১৯৭১ সালের ১৩ অক্টোবর ঢাকার বনানীর বাসায় মুক্তিবাহিনীর গুলিতে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এই পরিবারকে ঘনিষ্ঠভাবে চেনেন- এমন একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকিফুজ্জামান মোনায়েম খানের ছোট ছেলের পুত্র।”গুলশান ও শোলাকিয়ায় হামলায় জড়িত কয়েকজনের মতো আকিফুজ্জামানও পড়তেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আকিফুজ্জামানের সঙ্গে নিহত ঢাকার অন্য দুজন সেজাদ রউফ এবং তাজ-উল-হক রাশিকও বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির ছাত্র ছিলেন।
নিহত হওয়ার একদিন পর বুধবার জাতীয় পরিচয়পত্র এবং আঙুলের ছাপ মিলিয়ে আকিফুজ্জামান সাতজনকে শনাক্তের কথা জানায় পুলিশ। এরপর বৃহস্পতিবার রায়হানকে শনাক্তের কথা জানানো হয়।পুলিশের সরবরাহ করা তথ্যে বলা হয়, লাশের চতুর্থ ছবিটি আকিফুজ্জামান খানের। তিনি গুলশানের ১০ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির সাইফুজ্জামান খানের ছেলে। আকিফুজ্জামান সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি।দুপুরে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল সাংবাদিকদের বলেন, “কল্যাণপুর অভিযানে নিহত জঙ্গি আকিফুজ্জামান পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের নাতি। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।”#
Leave a Reply