বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার নির্বাচনে
বিভিন্ন পদে ৬৯জনের মনোনযনপত্র বৈধ ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। রবিবার(১৭ জুলাই) মনোনয়নপত্র জমা ও যাচ্ইা বাছাই শেষে সভাপতি পদে চরজন ও সাধারন সম্পাদক পদে ছয়নের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।
সহ সভাপতি পদে (মহিলা ) মাকসুদা বেগম, সহ সম্পাদক (মহিলা) সুলতানা রাজিয়া , ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবু বক্কর ছিদ্দিক , যোগাযোগ সম্পাদক পদে প্রীতি কুসুম সরকার ও প্রাথমিক শিক্ষা গুনগত সম্পাদক পদে রুহুল আমিন ও কার্যনির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর হোসেন সুমন,রবীন্দ্র চন্দ্র সরকার,দুলাল চন্দ্র সরকার,নিমাই চক্রবর্তী -এই ৬ পদে একের অধিক কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় মোট ৯জনকে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচিত ঘোষনা করেন।
তাছাড়া সিনিয়র সহ সভাপতি ২জন ,সহসভাপতি পুরুষ ২টি পদের জন্য ৪জন ,সহ সভাপতি মহিলা পদের জন্য ১ জন , সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক (পুরুষ) ২ জন, যুগ্ম সম্পাদক (মহিলা ) ২ জন, সহ যুগ্ম সম্পাদক (পুরুষ) ২ জন, সহ সম্পাদক (পুরুষ)২ জন, সহ সম্পাদক (মহিলা)১ জন,মহিলা সম্পাদক ২ জন,সাংগঠনিক সম্পাদক ৩,অর্থ সম্পাদক ৩,দপ্তর সম্পাদক ২জন,ধর্ম বিষয়ক সম্পাদক ১ জন,শিক্ষা সম্পাদক ২, সাহিত্য সম্পাদক ৩,সাংস্কৃতিক সম্পাদক ২,যোগাযোগ সম্পাদক ১ জন,প্রচার সম্পাদক ২,সমাজ কল্যান সম্পাদক ২,ক্রীড়া সম্পাদক ২, প্রাথমিক শিক্ষা গুনগত সম্পাদক ১,সমবায় সম্পাদক ২,কাব স্কাউট সম্পাদক ২,কল্যান ট্রাষ্ট সম্পাদক ২,কার্য নির্বাহী নির্বাহী সদস্য পুরুষ চার পদের জন্য ৪জন ,মহিলা জন ৪ জনের মনোনয়ন বৈধ ঘৈাষনা করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী মো: তাজুল ইসলাম (দরবেশগঞ্জ সপ্রাবি) ,মো: মোতাহের হোসেন(৫০নং হোসেনপুর সপ্রাবি),জাহাঙ্গীর আলম(শ্রীরামপুর সপ্রাবি) ও ফেরদাউস আহমেদ(মনোহরপুর সপ্রাবি) এবং সাধারন সম্পাদক পদে আবু মুসা ছাড়া,ওমর খৈয়াম বাগদাদী (রুমী) বুরগী সপ্রাবি ,কামাল হোসেন (কোয়া কোর্ট মডেল সপ্রাবি),জহিরুল আলম (করইশ সপ্রাবি),আবুল কাশেম (সাচার সপ্রাবি ),নাছির উল্লাহ (কোমর কাশা সপ্রাবি )।
১৭ জুলাই রবিবার বিকালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়াম্যান মো: জাঙ্গীর আলম,সদস্য মো: মজিবুর রহমান ও শাহবুদ্দিন পাটওয়ারী উপস্থিতিতে যাচাই বাছাই কার্য়ক্রম সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
আগামী ২৩ জুলাই মনোনয়ন পত্র প্রত্যারের শেষ দিন এবং ১৮ আগষ্ট ৯৬১জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চার বছরের জন্য কচুয়া উপজেলার নেতা নির্বাচিত করবে।
কচুয়া:প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রথম সারীতে সভাপতি ও দ্বিতীয় সারিতে সাধারন সম্পাদক প্রার্থী
Leave a Reply