কচুয়ায় উল্টো রথটানার মাধ্যমে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৪৯তম রথ উৎসব সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই বুধবার উপজেলার সাচার জগন্নাথধাম অঙ্গনে বিশসহস্রাধিক ভক্তবৃন্দের উল্টো রথটানার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ উৎসেবের সমাপ্তি ঘটে। এ রথযাত্রাকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। সাচার রথ উৎসবে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের সমাগম ঘটে। উল্টো রথ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।এছাড়া রথ ্্্্উৎসব উপভোগ করেন সহকারি কমিশনার (ভ’মি) পুলক কুমার মন্ডল,অফিসার ইনচার্জ মহম্মদ ইবরাহিম খলিল, সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি তিমির সেনগুপ্ত,সাধারন সম্পাদক শুক দেব সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা ,পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল ,উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,ছাত্রলীগ নেতা জামাল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত: ৬জুলাই বুধবার ভারতীয় উপ-মহাদেশের বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৪৯তম রথটানার মাধ্যমে উৎসব শুরু হয়। হিন্দু ধর্মালম্বীদের মতে জগন্নাথ দেব ভক্তবৃন্দের সান্যি ধ্য রথে চড়ে স্বর্গে থেকে মর্তে আসেন এবং উল্টো রথটানার দিনে মর্ত থেকে স্বর্গে ফিরে যান।
Leave a Reply