কচুয়ায় গত ২৮ মে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত ১২ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১০৮ জন সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১২ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় কচুয়ার ১২টি ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
কচুয়ায় ১২টি ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করেন যারা – ১নং সাচার ইউনিয়নে ওসমান গনি মোল্লা, ২নং পাথৈর ইউনিয়নে মোস্তাফিজুর রহমান জুয়েল, ৩নং বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার, ৪ং পূর্ব সহদেবপুর ইউনিয়নে মোঃ ইমাম হোসেন সোহাগ, ৫নং ইউনিয়নে আব্দুস সামাদ আজাদ, ৬নং কচুয়য় উত্তর ইউনিয়নে কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ৭নং কচুয়া সদর (দক্ষিন) ইউনিয়নে জসিম উদ্দিন লিটন, ৮নং কাদলা ইউনিয়নে রফিকুল ইসলাম লালু, ৯নং ইউনিয়নে আহসান হাবীব জুয়েল, ১০নং গোহট উত্তর ইউনিয়নের হাজী আব্দুল হাই মুন্সী, ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নে শাহরিয়া শাহীন ও ১২ নং আশ্রাফপুর ইউনিয়নে মাসুদ এলাহী সুভাস।
একই দিন বিকেল সাড়ে তিনটায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২টি ইউনিয়নের ১০৮ জন সাধারন সদস্য ও ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। এ সময় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, নব-নির্বাচিত ইউপি সদস্য আমেনা খাতুন ও আব্দুল বারেক। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
কচুয়া : নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
Leave a Reply