আপনার বিশেষ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে অবশ্যই একজন নিউরো (শিশু) ডাক্তার দেখাবেন এবং স্থায়ীভাবে শিশুটিকে দেখানোর চেষ্টা করবেন এবং পরামর্শ নিবেন। কোন অবস্থাতে ভালো হয় না, ঠিক আছে আবার অন্য ডাক্তার দেখাই এই কাজটি কখনও করবেন না। তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো ডাঃ নারায়ন শাহ্ -ঢাকা মেডিক্যাল কলেজ ও চেম্বার কমফোর্ট হাসপাতাল, প্রফেসর ডাঃ মিজানুর রহমান (শিশু নিউরো) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, চেম্বার সেন্ট্রাল হসপিটাল গ্রীন রোড, ঢাকা, ডাঃ আনিছা জামান ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা। অর্থাৎ অবশ্যই বিশেষ শিশুকে ্্্্্্্্্এধরনের একজন বিশেষজ্ঞ ডাক্তরের তক্তাবধানে রাখবেন। আর বাবা-মা, ভাই-বোন ও পরিবারের সদস্যগন শিশুটিকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ শিশুকে দিয়ে তার নিজের কাজগুলো করাবেন যাতে নিজে করতে পারে সেদিকে পরিবারের সদস্যগন সাহায্য করবেন।
বিশেষ শিশুকে সমাজের প্রত্যেকটা ভালো অনুষ্ঠান অর্থাৎ বিয়ে, জন্মদিন, মিলাদ, গানের অনুষ্ঠান অর্থাৎ স্বাভাবিক শিশু যেভাবে বাবা-মা’র সাথে এবং সমাজের সাথে মিশে এই বিশেষ শিশুটিকে তা থেকে কখনও বঞ্চিত করবেন না। হয়ত; সমাজ আপনাকে ভালো ভাবে প্রথম পর্যায়ে গ্রহন করবে না। কিন্তু সন্তানটির জন্য সমাজের হীন মনতা দূর করে সমাজে পরিবর্তন আনতে হবে। কেননা এরাও আমাদের সন্তান। চলবে…………………
মোস্তফা ফখরুদ্দিন সরকার
চেয়ারম্যান
স্মাইলিং চিলড্রেন স্কুল
আফতাব নগর ,বাড্ডা
Leave a Reply