আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।১৯ জুন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেওয়া হয়। একই দিনে শিক্ষা সপ্তাহ ২০১৬ উদযাপন ও পুরষ্কার বিতরণ উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান ,একাডেমিক সুপার ভাইজার আহসানুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন ।
তাছাড়া বিদ্যালয় পর্যায়ে তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া ও মাদ্রাসা পর্যায়ে শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ নুরুল আলম মজুমদার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচি হন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন- (কলেজ পর্যায়) কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক আফরোজুননাহার, (বিদ্যালয়পর্যায়ে) কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়য়ের সিনিয়র শিক্ষক কলিম উল্যাহ ভূইয়া, (মাদ্রাসা পর্যায়ে) কাদলা এসএস ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইউসুফ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যায়। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়- ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আক্তার, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয়।
ছবিঃ কচুয়ায় শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি বৃন্দ।
Leave a Reply