৫ম ধাপে গত ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৬৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে ৩৬ জন প্রার্থীর-ই জামানত বাজেয়াপ্ত হয় বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। জামানত বাজেয়াপ্ত ৩৬ জনের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ১৪, বিএনপির মনোনীত ৮ ও বিদ্রোহী ৬, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪, জাতীয় পার্টি ১, ইসলামী ফ্রন্ট ১ ও স্বতন্ত্র ২ জন। দলীয় পরিচয়সহ ইউনিয়ন ভিত্তিক জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হচ্ছে- সাচার ইউনিয়নের আলাউদ্দিন আখন্দ বিএনপি মনোনীত (১০৯৯), ইমরান হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (৭৭২), জায়েদুর রহমান স্বতন্ত্র (১৯৮), পাথৈর ইউনিয়নে চৌধুরী নুরে আলম আ’লীগ বিদ্রোহী (৪৭৮), রাহাত চৌধুরী আ’লীগ বিদ্রোহী (১৪), বাবুল আ’লীগ বিদ্রোহী (২৩), আ: মালেক আ’লীগ বিদ্রোহী (৬২), ইয়াসিন মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ (১৩৪),
বিতারা ইউনিয়নে শহীদুল্লা ভূঁইয়া বিএনপি মনোনীত (১৩৫০) ও আ: খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ (৮২২)।
পূর্ব সহদেবপুর ইউনিয়নে অমৃত লাল সরকার আ’লীগ বিদ্রোহী (৫৬), মো: বাবুল আ’লীগ বিদ্রোহী (৮১৩), হুমায়ন কবির লিটন বিএনপি মনোনীত (৫২৮) ও দুলাল মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ (৩৫৫)। পশ্চিম সহদেবপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন আ’লীগ বিদ্রোহী (১৬), লোকমান হোসেন বিএনপি মনোনীত (৫১২), আলাউদ্দীন বিএনপি বিদ্রোহী (৪৮), জাকির হোসেন বিএনপি বিদ্রোহী (৬৪), সাইফুর রহমান বাহাদুর বিএনপি বিদ্রোহী (৩৬৭)।
উত্তর কচুয়া ইউনিয়নে মাসুদ রেজা খান টিটু বিএনপি মনোনীত (১২৬৮)। সদর দক্ষিন কচুয়া ইউনিয়নে জোবায়ের হোসেন আ’লীগ বিদ্রোহী (৪৩), মিজানুর রহমান মিয়াজী আ’লীগ বিদ্রোহী (২৮১)। কাদলা ইউনিয়নে ইমাম হোসেন চৌধুরী আ’লীগ বিদ্রোহী (১৬০২), জহিরুল ইসলাম আ’লীগ বিদ্রোহী (১০৭৯), এবায়েদ তালুকদার বিএনপি মনোনীত (১২৩৬), গাজী সোলায়মান জাতীয় পার্টি মনোনীত (৩৬) ও আ: হান্নান স্বতন্ত্র (১৬৪)।
কড়ইয়া ইউনিয়নে আলমগীর হোসেন আ’লীগ বিদ্রোহী (১৫১) ও হেলাল উদ্দিন বিএনপি বিদ্রোহী (৩৭)। গোহট উত্তর ইউনিয়নে জেসমিন আক্তার আ’লীগ বিদ্রোহী (৫২), শরীফুল হক শাহজী বিএনপি মনোনীত (১১০৫), জাহাঙ্গীর আলম বিএনপি বিদ্রোহী (৮৭) ও বশির উল্যাহ ইসলামী ফ্রন্ড (২৭৬)। গোহট দক্ষিন ইউনিয়নে ফখরুল ইসলাম বিএনপি মনোনীত (১১০৯)। আশ্রাফপুর ইউনিয়নে ইদ্রিস পাটওয়ারী আ’লীগ বিদ্রোহী (২৭১) ও শরীফ মো: সফিউল্লাহ বিএনপি মনোনীত (২২১)ভোট ।
Leave a Reply